Save your bkash/nogod/credit or debit card from hacking || আপনার বিকাশ/ নগদ/ ক্রেডিট অথবা ডেবিট কার্ডকে হ্যাকিং থেকে বাঁচান
Save your bkash/nogod/credit or debit card from hacking
সম্প্রতি ফেইস বুকে আমাদের অনেকে অনেক ধরনের লিঙ্ক দিয়ে বলেন যে, এই মাত্র ফেইসবুকে এক বড় ভাই আমাকে মেসেজ দিয়ে বলে থাকেন এই লিঙ্কে ক্লিক করে আমি এই মাত্র ৫০০ টাকা পেলাম । এই লিঙ্কে ক্লিক করলে তুমিও ৫০০ টাকা পাবে ১০০% গ্যারান্টি। অথবা এটাও বলে থাকেন যে, এখন থেকে ফেইসবুকেও টাকা ইনকাম করুন খুব সহজেই সহজ কিছু কাজ করে । এছাড়া আমি এটাও লক্ষ্য করেছি যে আমাদের পৃথিবীর বর্তমান করোনা পরিস্থিতি নিয়েও ষড়যন্ত্র করে অনেকে নিজেদের স্বার্থ উদ্দার এর খুব জুর প্রচেষ্টা চালাচ্ছে। তারা মানুষকে আশ্বাস দিচ্ছে যে ফেইসবুক করোনার জন্যে সবাইকে ৫০০ টাকা করে দিচ্ছে । এই লিঙ্ককে ক্লিক করুন আর আপনিও পেয়ে যান ৫০০ টাকা খুব সহজেই।
এই লিঙ্ক গুলো কি এবং কেন ?
এই লিঙ্ক গুলো হল কিছু হেকার ওয়েবসাইট লিংক। তারা বিভিন্ন ভাবে মানুষদের লোভ দেখিয়ে মানুষদের প্রতারিত করে। এই লিংক গুলতে ক্লিক করলে আপনাকে বিভিন্ন ভাবে লোভ দেখাবে ,বিভিন্ন স্টেপ দেখাবে এবং বলবে এই স্টেপ গুলো পুরন করতে থাকেন । আর তারপর কমপ্লেট বাটনে ক্লিক করুন । তারপর আপনি পেয়ে যাবেন ৫০০ টাকা।
আসলে এইসব লিংকে ক্লিক করার ফলে যা হবে তা হল আপনাকে বিভিন্ন স্টেপ পুরন করার পর যখন আপনাকে টাকা পাঠানোর মাধ্যম সিলেক্ট করার কথা বলবে তখন আপনি মনে করতে পারেন এই তো এনারা আমাকে টাকা পাঠানোর জন্যে বিকাশ বা আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করতে বলছে । তখন হয়ত, আপনি না বুজে বিকাশ বা নিগদ বা আপনার ক্রেডিট/ডেবিট কার্ড এর নাম্বার পাসওয়ার্ড দিলেন । এর ফলে হবে কি, ওরা আপনার বিকাশ বা নিগদ বা আপনার ক্রেডিট/ডেবিট কার্ড টি খুব সহজেই হেক করে নিতে সক্ষম হবে । যাতে করে ওরা আপনার বিকাশ বা নগদ বা আপনার ক্রেডিট/ডেবিট কার্ড থেকে আপনার টাকা আত্মসাৎ করে নিবে আর আপনি শুধু হায় হায় করবেন । আপনি যত বার টাকা ট্রানজেকশন করবেন আপনার বিকাশ বা নগদ বা আপনার ক্রেডিট/ডেবিট কার্ডে ততবার ওরা আপনার টাকা নিয়ে নিবে ।
আপনার বিকাশ বা নগদ বা আপনার ক্রেডিট/ডেবিট কার্ড এর নাম্বার পাসওয়ার্ড বা পিন কাউকে বলবেন না । কেউ জুর করলে বা চাপ প্রয়োগ করলে সাথে তার বিরুদ্ধে আইনত বেবস্থা নিন ।
কিভাবে হেকার লিংক বা হেকারদের চিনবেন?
মানুষদের সবচেয়ে দুর্বলতা হল তাদের লোভ । আর হেকাররা সাধারনত মানুষদের এই লোভকেই পুজি করে তাদের স্বার্থ উদ্ধার করে নেয় । যেমন আপনাকে অনেক ধরনের লোভ দেখাতে পারে টাকা পয়সা ইত্যাদি। যাতে করে আপনি তাদের লিংকে ক্লিক করেন ।
যেমন নিচের ছবির মতো আপনাকে লোভ দেখাতে পারেঃ
যেভাবে তাদের কার্যক্রম চালায় ঃ
তাদের কাজ হাসিল করার জন্যে আপনাকে বিভিন্ন কাজ করতে বলতে পারে বা বিভিন্ন স্টেপ পুরন করে টাকা নেয়ার কথা বলতে পারে । যেমন নিচের ছবিটি লক্ষ্য করুনঃ
আপনার পেমেন্ট মেথড বা Wallet যেভাবে হেক করে ?
ধরুন যে কেউ তাদের ফাদে পা দিয়ে তাদের কথা মতো বিভিন স্টেপ বা কাজ করে ফেলল । এবার টাকা নেয়ার পালা । যখন আপনি বা সে টাকা নিতে যাবেন তখন আপনাকে বা তাকে তার পেমেন্ট মেথড সিলেক্ট করতে বলবে । অর্থাৎ তিনি যেভাবে টাকা নিতে চান তা সিলেক্ট করতে বলবে । সাথে আরও বলবে তিনি যেন নির্ভুলতার সাথে উনার পেমেন্ট মেথডের বা বিকাশ বা নগদ বা ক্রেডিট/ডেবিট কার্ডের পিন পাসওয়ার্ড দেন । যেমন নিচের ছবিটি লক্ষ্য করুনঃ
শেষ কিছু কথাঃ
ভাই দুনিয়াতে টাকা ইনকাম করা এতই যদি সহজ হত তাহলে সবাই এসবই করত । কষ্ট করে আর কেউ চাকরি বাস্তব মুখি কাজের পিছনে ছুটতো না । হে অনলাইনেও ইনকাম করা যায় কিন্তু তার জন্যে চাই সঠিক দিকনির্দেশনা এবং ইনকামের সঠিক সোর্স । যেখান থেকে আপনি সথিকভাবে কোন ভাবে প্রতারিত না হয়ে ইনকাম করতে পারবেন ।
আমাদের ওয়েবসাইট টি সে জন্যেই তৈরি করা হয়েছে । যাতে সবাই এখান থেকেই সব ধরনের অনলাইন অফলাইন কাজের সন্ধান ও দিকনির্দেশনা পায় ।
সব ধরনের চাকরি ও অনলাইনের কাজের সন্ধান পেতে প্রতিদিন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট careerekanei.blogspot.com
Related Tags:
Bkash hack,careerekanei,wallet hacking,nogod hacking,credit card hacking,
how to save your bkash account,bkash account, how to save your nogod account,
online earning guideline,bd jobs career,bd job search,all job news bd,
how to save your credit/debit card,make money online,make money online by bkash,
make money online by nogod,get free credit card,online career,daily job news,
bd job website,bd earning website,nogod account,
No comments