গত ২৪ ঘণ্টার করোনা নিউস আপডেট 05-05-2020
মহামারি করোনায় দেশে দিনে দিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা
চিনের উহান শহর থেকে ছড়ানো মহামারি করোনায় ভুগান্তির মুখে সারা বিশ্ব ।মহামারি করোনায় দেশে দিনে দিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা । তবে মহান আল্লাহর অশেষ রহমতে কমছে মৃতের সংখ্যা ।
গত ২৪ ঘণ্টায় জনের নমুনা সংগ্রহ করা হয়েছে ।এদের মধ্যে দেশে নতুন করে মোট আক্রান্তের সংখ্যা ৭৮৬ জন । যা অন্যান্য দিনের তুলনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা বলে প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তর ।
দেশে এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১০৯২৯ জনে এসে দাঁড়িয়েছে । গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যুবরণ করেছেন ১ জন । মহামারি করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ১৮৩ জন ।
তবে অন্যান্য দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ার সংখ্যাও বেশি । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯৩ জন । যা অন্যান্য দিনের তুলনায় সবচেয়ে বেশি বলেও জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।
সারা বিশ্ব জুরে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা আড়াই লাখ ছারিয়েছে । আক্রান্ত হয়েছে প্রায় ছত্রিশ লাখ ষাট হাজারেরও বেশি ।
করোনায় ভয় নয় বরং সচেতনতাই পারে করোনা মোকাবিলায় বিশেষ ভুমিকা রাখতে । তাই সকলের সচেতন থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেছেন দেশে দুর্যোগ আসলে দুর্যোগের মকাবিলা করতে হয় । আর এ জন্যে সকলের সহায়তাই কাম্য। আর করোনা মোকাবিলায় সকলের একমাত্র দায়িত্ব হল ঘরে থাকা ।
এদিকে করোনার প্রতিষেধক আবিষ্কারের জন্যে দিনরাত কটুর পরিশ্রম করছেন সারা পৃথিবীর বিজ্ঞানীরা । কিন্তু এর সঠিক কার্যকরী কোন প্রতিষেধক মিলেনি এখনও । তবে কোন কোন দেশ করোনার প্রতিষেধক আবিষ্কার করেছেন বলে জানিয়েছেন কিন্তু সেই ভেক্সিন বা ওষুধ কবে বাজারে আসবে তার কোন টিকটাক হুদিশ মিলেনি এখনও ।
করোনার লক্ষন এবং ডাক্তার এর পরামর্শ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
Related Tgs : ২৪ ঘণ্টায় আক্রান্ত সংখ্যা, করোনার ওষুধ, করোনার সংবাদ, corona vaccine, corona update, daily news, News Update, করোনার প্রতিষেধক, daily news update, গত ২৪ ঘণ্টার করোনা নিউস আপডেট , careerekanei,daily news 24,
No comments